New Town Friends In-Need (NTFiN)

ABP News Kolkata

  1. <p><strong>বর্ধমান :</strong> রায়না, জামালপুর, কালনা, মেমারি, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর ও কাটোয়া। ২০২১-এর বিধানসভা নির্বাচনের নিরিখে বর্ধমান পূ্র্ব লোকসভা কেন্দ্রের (Burdwan Purba Loksabha Constituency) অন্তর্গত এই সাতটি আসনেই জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে সংগঠন কার্যত মজবুত রাজ্যের শাসক দলের। কিছু এলাকায় ক্ষমতা বাড়িয়েছে বিজেপিও। শুধু তাই নয়, শেষ বিধানসভা ভোটে এই লোকসভা কেন্দ্রের সাত এলাকায় ভোটের হারও খারাপ ছিল না গেরুয়া শিবিরের। প্রায় ৪০.৪ শতাংশ। তৃণমূলের অবশ্য বেশ কিছুটা বেশি ছিল ৪৭ শতাংশ। সেই তুলনায় অনেকটাই কম সিপিএম বা কংগ্রেসের। রাজনৈতিক মহলের একাংশ বলে থাকে, এই কেন্দ্রে বামফ্রন্টের ভোট যত কমেছে, ততই বেড়েছে বিজেপির। এই পরিস্থিতিতে বর্ধমান পূর্বে এবার লড়াই ত্রিমুখী। তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে চিকিৎসক শর্মিলা সরকারকে। বিজেপি ভরসা রেখেছে অসীম সরকারের উপর। অন্যদিকে, সিপিএম প্রার্থী শিক্ষক সংগঠনের নেতা নীরব খাঁ। Lok Sabha Election 2024</p> <p><strong>বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের আওতায় কোন কোন বিধানসভা এলাকা ?</strong></p> <table style="border-collapse: collapse; width: 12.2317%; height: 247px;" border="1"> <tbody> <tr style="height: 22px;"> <td style="width: 100%; height: 22px;">রায়না</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 100%; height: 22px;">জামালপুর</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 100%; height: 22px;">কালনা</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 100%; height: 22px;">মেমারি</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 100%; height: 22px;">পূর্বস্থলী দক্ষিণ</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 100%; height: 22px;">পূর্বস্থলী উত্তর</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 100%; height: 22px;">কাটোয়া</td> </tr> </tbody> </table> <p><strong>২০২১-এর&nbsp;<a title="বিধানসভা নির্বাচন" href="https://bengali.abplive.com/topic/assembly-election-2023" data-type="interlinkingkeywords">বিধানসভা নির্বাচন</a>ের নিরিখে উপরের ৭ কেন্দ্রে জয়ী কোন দল ?</strong></p> <table style="border-collapse: collapse; width: 52.4535%; height: 315px;" border="1"> <tbody> <tr style="height: 22px;"> <td style="width: 33.3333%; height: 22px;">বিধানসভা কেন্দ্র</td> <td style="width: 33.3333%; height: 22px;">বিধায়ক</td> <td style="width: 33.3333%; height: 22px;">রাজনৈতিক দল</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 33.3333%; height: 22px;">রায়না</td> <td style="width: 33.3333%; height: 22px;">শম্পা ধাড়া</td> <td style="width: 33.3333%; height: 22px;">তৃণমূল কংগ্রেস</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 33.3333%; height: 22px;">জামালপুর</td> <td style="width: 33.3333%; height: 22px;">অলোক কুমার মাঝি</td> <td style="width: 33.3333%; height: 22px;">তৃণমূল কংগ্রেস</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 33.3333%; height: 22px;">কালনা</td> <td style="width: 33.3333%; height: 22px;">দেবপ্রসাদ বাগ (পল্টু)</td> <td style="width: 33.3333%; height: 22px;">তৃণমূল কংগ্রেস</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 33.3333%; height: 22px;">মেমারি</td> <td style="width: 33.3333%; height: 22px;">মধুসূদন ভট্টাচার্য</td> <td style="width: 33.3333%; height: 22px;">তৃণমূল কংগ্রেস</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 33.3333%; height: 22px;">পূর্বস্থলী দক্ষিণ</td> <td style="width: 33.3333%; height: 22px;">স্বপন দেবনাথ</td> <td style="width: 33.3333%; height: 22px;">তৃণমূল কংগ্রেস</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 33.3333%; height: 22px;">পূর্বস্থলী উত্তর</td> <td style="width: 33.3333%; height: 22px;">তপন চট্টোপাধ্যায়</td> <td style="width: 33.3333%; height: 22px;">তৃণমূল কংগ্রেস</td> </tr> <tr style="height: 23px;"> <td style="width: 33.3333%; height: 23px;">কাটোয়া</td> <td style="width: 33.3333%; height: 23px;">রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়</td> <td style="width: 33.3333%; height: 23px;">তৃণমূল কংগ্রেস</td> </tr> </tbody> </table> <p><strong>শেষ ৩ লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী কে বা কারা ?</strong></p> <table style="border-collapse: collapse; width: 52.7808%; height: 110px;" border="1"> <tbody> <tr> <td style="width: 33.3333%;">২০০৯</td> <td style="width: 33.3333%;">অনুপ কুমার সাহা</td> <td style="width: 33.3333%;">সিপিএম</td> </tr> <tr> <td style="width: 33.3333%;">২০১৪</td> <td style="width: 33.3333%;">সুনীল কুমার মণ্ডল</td> <td style="width: 33.3333%;">তৃণমূল</td> </tr> <tr> <td style="width: 33.3333%;">২০১৯</td> <td style="width: 33.3333%;">সুনীল কুমার মণ্ডল</td> <td style="width: 33.3333%;">তৃণমূল</td> </tr> </tbody> </table> <p><strong>বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের কিছু উল্লেখযোগ্য তথ্য-</strong></p> <table style="border-collapse: collapse; width: 73.0644%; height: 354px;" border="1"> <tbody> <tr> <td style="width: 50%;">১. বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে সাক্ষরতার হার</td> <td style="width: 50%;">৬৭.৯৯%</td> </tr> <tr> <td style="width: 50%;">২. এসসি ভোটারের হার</td> <td style="width: 50%;">৩১. ২ % (২০১১ জনগণনা অনুযায়ী)</td> </tr> <tr> <td style="width: 50%;">৩. এসটি ভোটারের হার</td> <td style="width: 50%;">৮.১ % (২০১১ জনগণনা অনুযায়ী)</td> </tr> <tr> <td style="width: 50%;">৪. মুসলিম ভোটারের হার</td> <td style="width: 50%;">২২.১% (ভোটার তালিকা অনুযায়ী)</td> </tr> <tr> <td style="width: 50%;">৫. গ্রামীণ এলাকায় ভোটার</td> <td style="width: 50%;">৮৫.৫ % (২০১১ জনগণনা অনুযায়ী)</td> </tr> <tr> <td style="width: 50%;">৬. শহর এলাকার ভোটার</td> <td style="width: 50%;">১৪.৫ % (২০১১ জনগণনা অনুযায়ী)</td> </tr> <tr> <td style="width: 50%;">৭. ২০১৯-এর লোকসভা নির্বাচনের নিরিখে এই কেন্দ্রে মোটার ভোটার</td> <td style="width: 50%;">১৬৯৬৫২৮</td> </tr> <tr> <td style="width: 50%;">৮. ২০১৯-এর লোকসভা নির্বাচনের নিরিখে এই কেন্দ্রে মোট বুথ ছিল</td> <td style="width: 50%;">১৯১৯</td> </tr> <tr> <td style="width: 50%;">৯. ২০১৯-এর লোকসভা নির্বাচনে ভোট পড়েছিল</td> <td style="width: 50%;">৮৪.৭%</td> </tr> </tbody> </table> <p><strong>বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে জাতির ভিত্তিতে কত শতাংশ ভোটার ?</strong></p> <table style="border-collapse: collapse; width: 24.7546%; height: 154px;" border="1"> <tbody> <tr style="height: 22px;"> <td style="width: 50%; height: 22px;">বৌদ্ধ</td> <td style="width: 50%; height: 22px;">০.০২%</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 50%; height: 22px;">ক্রিশ্চান</td> <td style="width: 50%; height: 22px;">০.২৭%</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 50%; height: 22px;">জৈন</td> <td style="width: 50%; height: 22px;">০.০২%</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 50%; height: 22px;">মুসলিম</td> <td style="width: 50%; height: 22px;">২২.১%</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 50%; height: 22px;">এসসি</td> <td style="width: 50%; height: 22px;">৩১.২%</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 50%; height: 22px;">এসটি</td> <td style="width: 50%; height: 22px;">৮.১%</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 50%; height: 22px;">শিখ</td> <td style="width: 50%; height: 22px;">০.২২%</td> </tr> </tbody> </table> <p><strong>২০১৯ লোকসভা নির্বাচনের নিরিখে প্রতিন্দ্বন্দ্বী করা মূল রাজনৈতিক দলগুলির ভোট শতাংশ-</strong></p> <table style="border-collapse: collapse; width: 25.1908%; height: 99px;" border="1"> <tbody> <tr> <td style="width: 50%;">তৃণমূল</td> <td style="width: 50%;">৪৪.৯</td> </tr> <tr> <td style="width: 50%;">বিজেপি</td> <td style="width: 50%;">৩৮.৬</td> </tr> <tr> <td style="width: 50%;">সিপিএম</td> <td style="width: 50%;">১২.৩</td> </tr> <tr> <td style="width: 50%;">কংগ্রেস</td> <td style="width: 50%;">২.৭</td> </tr> </tbody> </table> <p><strong>২০২১ বিধানসভা নির্বাচনের নিরিখে এই লোকসভা কেন্দ্রে কোন দলের কত শতাংশ ভোট ?</strong></p> <table style="border-collapse: collapse; width: 25.4089%; height: 100px;" border="1"> <tbody> <tr> <td style="width: 50%;">তৃণমূল</td> <td style="width: 50%;">৪৭</td> </tr> <tr> <td style="width: 50%;">বিজেপি</td> <td style="width: 50%;">৪০.৪</td> </tr> <tr> <td style="width: 50%;">সিপিএম</td> <td style="width: 50%;">৮</td> </tr> <tr> <td style="width: 50%;">কংগ্রেস</td> <td style="width: 50%;">১.৮</td> </tr> </tbody> </table> <p><strong>একনজরে বর্ধমান পূর্ব কেন্দ্র ও প্রার্থীরা -</strong></p> <p>২০১৯-এ এই আসনে জিতেছিলেন তৃণমূল প্রার্থী সুনীলকুমার মণ্ডল। কিন্তু, এবার তাঁকে টিকিট দেয়নি দল। তাঁর বদলে বর্ধমান পূর্বে এবারের তৃণমূল প্রার্থী চিকিৎসক শর্মিলা সরকার। মনোরোগ বিশেষজ্ঞ শর্মিলা সরকার কলকাতার একটি সরকারি হাসপাতালে কর্মরত। রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও এবার পূর্ব বর্ধমানে তৃণমূলের প্রার্থী তিনি। কাটোয়ার অগ্রদ্বীপ গ্রামের মেয়ে শর্মিলা সরকার কাটোয়া কলেজে উচ্চ <a title="মাধ্যমিক" href="https://bengali.abplive.com/topic/wb-madhyamik" data-type="interlinkingkeywords">মাধ্যমিক</a> দিয়ে কলকাতায় চলে যান পড়াশোনার জন্য। তারপরে সেখান থেকেই মেডিক্যাল নিয়ে পড়াশোনা ও চাকরি।</p> <p>টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন সুনীল মণ্ডল। জেলা নেতৃত্বকে একহাত নিয়ে তিনি বলেছিলেন, "এই প্রার্থী সম্পর্কে আমার কোনও অভিজ্ঞতা নেই বা জানাও নেই। জানি না উনি কীরকম মানুষের সঙ্গে কাজ করতে পারবেন। জেলা সভাপতি এবং মন্ত্রীমশাই...জানি না কী অপরাধ আমি করেছি। রবিবাবু পুনরায় কংগ্রেসকে সাপোর্ট করার জন্য...শুধু আমাকে নয় ভাল ভাল লোককে জেলা থেকে সরানো হয়েছে। আমাকে সরানো হল। ওঁদের বশ্যতা স্বীকার করতে হবে। ওঁদের মতে চলতে হবে। সেটা আমার পক্ষে সম্ভব হয়নি। এঁদের পদতলে যাঁরা থাকবেন না, তাঁদের কেউ জেলায় থাকতে পারবেন না। রবি এবং স্বপন, এঁদের দাদা বলতে আমার ঘৃণা হয়। একটাই দুঃখ যে, দিদি যাঁদের বেশি ভালবাসেন, তাঁরাই দিদির সঙ্গে গদ্দারি করেন।"&nbsp;</p> <p>পেশায় কবিয়াল। গান বেঁধে ঘায়েল করেন প্রতিপক্ষকে। নদিয়ার হরিণঘাটার বিজেপি বিধায়ক এবার লোকসভার ময়দানে। জেলার সীমানা ছাড়িয়ে বর্ধমান পূর্ব কেন্দ্রে লড়াই করছেন অসীম।হলফনামা অনুযায়ী, বিজেপি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা চতুর্থ শ্রেণি উত্তীর্ণ। পেশায় কবিয়াল। স্ত্রী শিক্ষক। এহেন অসীম সরকারের কখনও <a title="অনুব্রত মণ্ডল" href="https://bengali.abplive.com/topic/anubrata-mandal" data-type="interlinkingkeywords">অনুব্রত মণ্ডল</a>, কখনও রামপুরহাট হত্যাকাণ্ড - তাঁর গানের বিষয় হয়ে ওঠে সব কিছুই। &nbsp;গান বেঁধে তৃণমূলকে বিঁধতে যিনি সিদ্ধহস্ত, সেই অসীম সরকার কখনও কখনও নিশানা করেছেন, তাঁরই দল বিজেপির একাংশকেও! অন্য ময়দানে প্রার্থী হয়ে তাঁর প্রচারের উঠে এসেছে সন্দেশখালি থেকে নিয়োগ দুর্নীতি প্রসঙ্গ। 'কবিয়াল' প্রার্থী নজর কেড়েছেন নিজের সুরেও। এই কেন্দ্রে তাঁর হাত ধরে পালাবদলের স্বপ্ন দেখছে বিজেপি।</p> <p>অন্যদিকে, তাঁদের দিক থেকে যাঁরা মুখ ফিরিয়ে নিয়েছিলেন তাঁদের একটা বড় অংশ পঞ্চায়েত ভোটের পর থেকেই আবার তাঁদের দিকে ঝুঁকছেন বলে আশাবাদী অনেক বাম নেতৃত্ব। তৃণমূলকে নিয়োগ দুর্নীতি ও বিজেপিকে নির্বাচনী বন্ডের মতো ইস্যুতে একযোগ বিঁধে পালে হাওয়া লাগাতে চাইছেন সিপিএম প্রার্থী তথা শিক্ষক সংগঠনের নেতা নীরব খাঁ। গঙ্গায় ভাঙন, পূর্বস্থলীতে আর্সেনিকযুক্ত পানীয় জল-সহ বিভিন্ন ইস্যু নিয়ে শেষমেশ কোন দল শেষ হাসি হাসে সেটা জানা যাবে ৪ জুন ভোটগণনার দিন।</p> <p>আরও পড়ুন ; <a title="গড় অক্ষত থাকবে অধীরের ? নাকি TMC-র হয়ে বহরমপুরে 'ছক্কা হাঁকাবেন' পাঠান" href="https://bengali.abplive.com/elections/lok-sabha-election-2024-know-your-constituency-baharampur-tmc-bjp-congress-vote-share-will-adhir-chowdhury-be-able-to-retain-his-power-1056817" target="_self">গড় অক্ষত থাকবে অধীরের ? নাকি TMC-র হয়ে বহরমপুরে 'ছক্কা হাঁকাবেন' পাঠান</a> &nbsp;</p> <p><em>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></p>
  2. <p><strong>কলকাতা:</strong> বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে অনুষা বিশ্বনাথন (Anusha Viswanathan) ও ঋতব্রত মুখোপাধ্যায়কে (Rwitobroto Mukherjee)। 'হেমন্তের অপরাহ্ন' ছবির পরিচালনার দায়িত্বে অশোক বিশ্বনাথন। সম্প্রতি এই ছবির পোস্টার লঞ্চ করলেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ও নাট্যব্যক্তিত্ব গৌতম ঘোষ। ('Hemanter Aparanha' Poster Launch)</p> <p><strong>আসছে 'হেমন্তের অপরাহ্ন', প্রকাশ্যে এল পোস্টার</strong></p> <p>পুরস্কার বিজয়ী পরিচালক অশোক বিশ্বনাথনের নতুন সিনেমা 'হেমন্তের অপরাহ্ন'। ছবিতে প্রেম, ক্ষতি এবং শিল্পের বিবর্তনের মাধ্যমে দর্শকদের একটি আবেগঘন যাত্রায় নিয়ে যাওয়া হবে। সম্প্রতি কলকাতায় হয়ে গেল সিনেমার গ্র্যান্ড পোস্টার লঞ্চ অনুষ্ঠান। পোস্টার উন্মোচন করলেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্রী গৌতম ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক অশোক বিশ্বনাথন, প্রযোজক অমিত আগরওয়াল। সঙ্গে অবশ্যই ছিল 'হেমন্তের অপরাহ্ন' ছবির কলাকুশলীরা। ছবিটি কোভিড অতিমারী চলাকালীন মানব জীবনের অনিশ্চয়তা, ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে উদ্বেগসহ বিশ্বে ঘটে চলা সমসাময়িক একটি গতিশীল এবং নাটকীয় অনুসন্ধান।<br />&nbsp;<br />নিজের ছবি নিয়ে পরিচালক বলেন, 'সিনেমাটি কলকাতা ও শহরতলির একাধিক স্থানে শ্যুট করা হয়েছে। প্রেক্ষাপট কোভিডের সময়ে তৈরি করা হয়েছে। এই ছবি থিয়েটার জগতের নেপথ্যের দৃশ্য এবং শিল্পীদের সংগ্রামকে তুলে ধরবে। কীভাবে মানুষ চলচ্চিত্র এবং থিয়েটারে পর্দার পিছনের ঘটনাগুলির সঙ্গে তাদের সম্পর্কগুলিকে একটি আদল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই গল্প বলবে এই ছবি। উদ্বেগ এবং বিষণ্ণতা কীভাবে সাম্প্রতিক সময়ে মানুষকে আত্মহননের দিকে প্ররোচিত করে তাও এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। প্রযোজক অমিত আগরওয়ালের সহযোগিতা পেয়ে আমি আনন্দিত। বিভিন্ন ধরণের ভাষা নির্বিশেষে ভাল সিনেমা দর্শকের কাছে তুলে ধরার ক্ষেত্রে জনপ্রিয় তিনি।'<br />&nbsp;<br />প্রযোজক অমিত আগরওয়াল বলেন, 'যদিও সিনেমাটি একজন বয়স্ক বিধবার নিঃসঙ্গতার যন্ত্রণাকে কেন্দ্র করে তৈরি যা অতীতেও কয়েকটি ছবিতে চিত্রিত হয়েছিল, কিন্তু এবার অশোক বিশ্বনাথন আকর্ষণীয়ভাবে লুইগি পিরানডেলোর একটি নাটককে সমান্তরালভাবে ব্যবহার করেছেন। আমি অবশ্যই বলব অশোক দা একাধিক উপাদান নিয়ে একটি ভিন্ন ধরনের সিনেমা তৈরি করেছেন যা কেবল তাঁর সি<a title="নেমার" href="https://bengali.abplive.com/topic/neymar" data-type="interlinkingkeywords">নেমার</a> দর্শককেই নয়, বাংলা চলচ্চিত্রের যে কোনও দর্শককে যথেষ্ট আলোড়িত করবে।'<br />&nbsp;<br />অমিত আগরওয়াল &lsquo;এম. এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি' এবং কঙ্গনা রানাউত অভিনীত 'সিমরন'-এর মতো চলচ্চিত্র নির্মাণ করেছেন। তিনি &nbsp;প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ পরিচালিত 'রাহগির' নামে একটি ছবিও প্রযোজনা করেছেন, যা এখনও মুক্তি পায়নি। 'হেমন্তের অপরাহ্ন'র সঙ্গে তিনি &nbsp;আত্মিকভাবে জড়িত।&nbsp;</p> <p>আরও পড়ুন: <a title="Sharmin Segal: 'অভিব্যক্তিহীন' আলমজেব! তীব্র কটাক্ষের মুখে শরমিন সেহগল, মুখ খুললেন অভিনেত্রী" href="https://bengali.abplive.com/entertainment/sharmin-segal-reacts-to-backlash-over-playing-alamzeb-in-sanjay-leela-bhansali-directorial-heeramandi-1066275" target="_blank" rel="noopener">Sharmin Segal: 'অভিব্যক্তিহীন' আলমজেব! তীব্র কটাক্ষের মুখে শরমিন সেহগল, মুখ খুললেন অভিনেত্রী</a><br />&nbsp;<br />এই সিনেমায় অভিনয় করেছেন অনুষা বিশ্বনাথন, ঋতব্রত মুখোপাধ্যায়। মুখ্য ভূমিকায় রয়েছেন সত্যপ্রিয় মুখোপাধ্যায়। গুরুত্বপূর্ণ পার্শ্ব &nbsp;চরিত্রে রয়েছেন বিদীপ্তা চক্রবর্তী। ছবিতে গানের সুর করেছেন গৌরব চট্টোপাধ্যায়। 'হেমন্তের অপরাহ্ন' চলতি বছরের জুন মাসে মুক্তি পাওয়ার কথা।</p> <p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1715414859569000&amp;usg=AOvVaw2sC2TRLDMzUcB_g0-Y7OHy">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></strong></p>
  3. <p><br /><strong>প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া</strong>: ভোট যায়, ভোট আসে। কিন্তু বেঁচে থাকার জন্য ন্যূনতম পরিশ্রুত, পানীয় জলের অভাব মেটে না। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় প্রতিবাদে তাই হাঁড়ি-কলসি নামিয়ে রাস্তা অবরোধ করলেন গ্রামের মহিলারা। বাঁকুড়ার শালতোড়া ব্লকের সাতদেউলি গ্রামের ছবি এটি।&nbsp;</p> <p><strong>বিশদ...</strong><br />নলবাহিত পানীয় জলের জন্য পরিকাঠামো রয়েছে গ্রামে। কিন্তু নলই সার! মাসের পর মাস কেটে গেলেও সেখান থেকে জল আর বেরোয় না। ফলে গোটা গ্রামে পানীয় জলের পাশাপাশি গৃহস্থালীর কাজের জন্য প্রয়োজনীয় জলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। তার উপর গ্রীষ্মের তীব্র দাবদাহ। এই পরিস্থিতিতে গ্রামে জল সরবরাহ স্বাভাবিক করা অথবা বিকল্প ব্যবস্থার দাবিতে রাস্তায় হাঁড়ি-কলসি নামিয়ে পথ অবরোধের রাস্তায় হাঁটলেন গ্রামের মহিলারা। এমনিতেই শালতোড়া ব্লকটি খরাপ্রবণ। তার উপর ফি-গ্রীষ্মে প্রবল জলকষ্ট কার্যত চেনা সঙ্গী। অথচ এই জলকষ্ট মেটাতে কোটি কোটি টাকা খরচ করে পাইপলাইন বসানো হয়েছিল।পাইপ লাইন বসিয়ে বাড়ি বাড়ি জলের সংযোগও দেওয়া হয় শালতোড়া ব্লকের সাতদেউলি গ্রামে। কিন্তু অভিযোগ, সেই পাইপলাইন দিয়ে জল মেলে না। গ্রামবাসীদের হাজার আবেদন নিবেদনে শেষ পর্যন্ত ট্যাঙ্কারে করে গ্রামে জল সরবরাহের উদ্যোগ নেয় প্রশাসন। তবে, সম্প্রতি সেই ট্যাঙ্কার পাঠানোর বিষয়টিও অনিয়মিত হয়ে পড়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ফের প্রবল জলসঙ্কটের মুখে গোটা সাত দেউলি গ্রাম। হাতে গোনা কিছু পারিবারিক কুয়োর জলেই আপাতত বেঁচে রয়েছে গোটা গ্রামের। কিন্তু এভাবে আর কতদিন? কবে নলবাহিত পানীয় জল সরবরাহ স্বাভাবিক হবে? জলসঙ্কট আরও কতটা তীব্র হলে তবে টনক নড়বে প্রশাসনের?<br />এমনই হাজারো প্রশ্ন নিয়ে, আজ স্থানীয় শালতোড়া মেজিয়া রাজ্য সড়কের পাবড়া মোড়ে এসে হাজির হন স্থানীয় মহিলারা। রাস্তায় হাঁড়ি কলসি নামিয়ে চলতে থাকে বিক্ষোভ। বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ&nbsp; রাজ্য সড়ক। পুলিশ ও প্রশাসনের অনুরোধেও আন্দোলনের বরফ গলেনি। বিক্ষোভকারীদের দাবি কোনও শুকনো প্রতিশ্রুতি নয়। আগে জল সরবরাহের ব্যবস্থা হবে, তার পর অন্য কথা। দীর্ঘ কয়েক ঘন্টা পর পুলিশ ও স্থানীয় ব্লক প্রশাসনের তরফে গ্রামে পানীয় জলের ট্যাঙ্কার পাঠানো হলে স্বাভাবিক হয় পরিস্থিতি। আপাতত প্রশাসনের তরফে প্রতিনিয়ত দুবেলা পানীয় জল সরবরাহ করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ব্লক প্রশাসনের তরফে।</p> <p><a title="আরও পড়ুন:বিকেলের পরই বদলে যাবে আবহাওয়া, ফের প্রকৃতির রুদ্ররূপ দেখবে কলকাতা ?" href="https://bengali.abplive.com/district/west-bengal-weather-update-kolkata-weather-forecast-kalboisakhi-forecast-in-kolkata-1066223" target="_blank" rel="noopener">আরও পড়ুন:বিকেলের পরই বদলে যাবে আবহাওয়া, ফের প্রকৃতির রুদ্ররূপ দেখবে কলকাতা ?</a></p> <p>&nbsp;</p>
  4. <p><strong>কলকাতা:</strong> এবার অ্যাকশন অবতারে (Action Avatar) অভিনেতা টোটা রায়চৌধুরী (Tota Roy Choudhury)। অক্ষয় তৃতীয়ার (Akshay Tritiya) পুণ্যলগ্নে প্রকাশ্যে আনলেন তাঁর নতুন কাজের পুলিশি ('Police') কয়েক ঝলক। ফের মন জয় করলেন দর্শকের। শুভেচ্ছায় ভরল কমেন্ট বক্স।&nbsp;</p> <p><strong>টোটা এবার পুলিশের চরিত্রে, প্রকাশ্যে নতুন ছবির ঝলক</strong></p> <p>সম্প্রতি সাফল্যের এক নতুন আমেজে রয়েছেন অভিনেতা টোটা রায়চৌধুরী। তাঁকে যেন নতুন করে আবিষ্কার করছেন পরিচালকেরা। একের পর এক দুর্ধর্ষ কাজে মাত করছেন, তার মধ্যে বাংলার পাশাপাশি রয়েছে হিন্দিতে কর্ণ জোহরের ছবিও। আজ অক্ষয় তৃতীয়া। এদিনটিকেই নিজের পরবর্তী কাজের ঝলক প্রকাশের জন্য বেছে নিলেন অভিনেতা।&nbsp;</p> <p>শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা। ক্যাপশনে লিখলেন, 'যখন নাগরিকের সাহায্য প্রয়োজন হয়, তাঁরা পুলিশকে ডাকেন। যখন পুলিশের সাহায্যের প্রয়োজন হয়, তাঁরা রণদীপ রায়কে ডাকেন। সে হাড় ভাঙবে, নিয়ম ভাঙবে এবং এমনকী ভাঙতে পারে আইনও, সবটাই ন্যায়ের জন্য। অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে, আমার আগামী মুক্তি: 'পুলিশ'-এর ঝলক ভাগ করে নিলাম।' অর্থাৎ বলাই বাহুল্য 'শপথ ২'-এর ঝলক এটি, যেখানে রণদীর রায়ের চরিত্রে দেখা যায় তাঁকে।&nbsp;</p> <p>&nbsp;</p> <blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% - 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/reel/C6xt3_Orqzj/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14"> <div style="padding: 16px;"> <div style="display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">&nbsp;</div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">&nbsp;</div> <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">&nbsp;</div> </div> </div> <div style="padding: 19% 0;">&nbsp;</div> <div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;">&nbsp;</div> <div style="padding-top: 8px;"> <div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div> </div> <div style="padding: 12.5% 0;">&nbsp;</div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"> <div> <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">&nbsp;</div> <div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">&nbsp;</div> <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">&nbsp;</div> </div> <div style="margin-left: 8px;"> <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">&nbsp;</div> <div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);">&nbsp;</div> </div> <div style="margin-left: auto;"> <div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">&nbsp;</div> <div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">&nbsp;</div> <div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">&nbsp;</div> </div> </div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">&nbsp;</div> <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">&nbsp;</div> </div> <p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" href="https://www.instagram.com/reel/C6xt3_Orqzj/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Tota Roy Choudhury (@totaroychoudhury)</a></p> </div> </blockquote> <p> <script src="//www.instagram.com/embed.js" async=""></script> </p> <p>ভিডিওয় একেবারে তাঁকে মূলধারার বাণিজ্যিক ছবির পুলিশ অফিসারের অবতারে দেখা গেল। খাকি পোশাকে ফের নজর কাড়লেন তিনি। গুণ্ডা পেটানো থেকে, কাঠ-কাচ ভাঙা, উল্টে পাল্টে মারপিট থেকে গুলি চালানো, সবই পড়ল নজরে। সবশেষে 'পুলিশ' হুঙ্কার দিয়ে চোখে কায়দা করে সানগ্লাস তুলে নেওয়া। মনে ধরবে আবহ সঙ্গীতও। এর আগেও একাধিক বাংলা ছবিতে পুলিশের চরিত্রে দেখা গেছে টোটাকে।&nbsp;</p> <p>আরও পড়ুন: <a title="'The Zebras': এবার এক ছবিতে প্রিয়ঙ্কা সরকার ও শারিব হাশমি, প্রকাশ্যে 'দ্য জেব্রাস' ট্রেলার" href="https://bengali.abplive.com/entertainment/priyanka-sarkar-shareeb-hashmi-starrer-the-zebras-movie-trailer-out-now-1066229" target="_blank" rel="noopener">'The Zebras': এবার এক ছবিতে প্রিয়ঙ্কা সরকার ও শারিব হাশমি, প্রকাশ্যে 'দ্য জেব্রাস' ট্রেলার</a></p> <p>টোটা রায়চৌধুরী যে ফের একবার পর্দায় ঝড় তুলতে হাজির হচ্ছেন তা স্পষ্ট। তাঁর এই পোস্টেও অনুরাগীদের প্রশংসা ও ভালবাসার বন্যা। কেউ কেউ তাঁকে অ্যাকশন হিরো নিরিখে বলিউডের বিদ্যুৎ জামওয়ালের সমতুল্য বললেন। অনেকেই টলিউডে কমার্শিয়াল ছবির প্রত্যাবর্তনে খুশি। অনেকেই জানিয়েছেন এই ঝলক দেখে তাঁদের প্রত্যাশা আরও বেড়ে গেল। এবার দেখা যাক কতটা সাফল্য লাভ করে এই ছবি!</p> <p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1715414859569000&amp;usg=AOvVaw2sC2TRLDMzUcB_g0-Y7OHy">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></strong></p>
  5. <p><strong>কলকাতা:</strong> একই ছবিতে এবার বাংলার অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar) ও বলিউড অভিনেতা শারিব হাশমি (Shareeb Hashmi)। প্রকাশ্যে এল 'দ্য জেব্রাস' (The Zebras) সি<a title="নেমার" href="https://bengali.abplive.com/topic/neymar" data-type="interlinkingkeywords">নেমার</a> ট্রেলার (Trailer Out)। কী ধরনের গল্প বলবে এই ছবি?</p> <p><strong>প্রকাশ্যে 'দ্য জেব্রাস' ট্রেলার, কী গল্প বলবে এই ছবি?</strong></p> <p>'দ্য জেব্রাস' ছবির গল্প মূলত আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা ও তার বিপজ্জনক প্রভাব নিয়ে তৈরি। যদি ফটোগ্রাফি ও ফ্যাশন দুনিয়ায় AI প্রভাব বিস্তার করে তাহলে কোথায় গিয়ে দাঁড়াতে পারে পরিস্থিতি, সেই নিয়েই ছবির গল্প। এর থেকেই ছবির গল্প বোঝানোর চেষ্টা করে যে আমাদের প্রযুক্তির ওপর নির্ভরতা কমানো কতটা প্রয়োজনীয় যাতে পরবর্তীকালে আমরা তাদের দাসে পরিণত না হই। ছবির শুরুতে দেখা যাবে এক তথ্যচিত্র চিত্রগ্রাহক নিজের সাফল্যের হেরফের ঘটাতে চায় এবং প্রযুক্তির সাহায্যে নিজের তেষ্টা মেটানোর চেষ্টা করতে চায়। যার ফলে ধীরে ধীরে সে কীভাবে মূল চরিত্রগুলির বড়সড় বিপদ ডেকে আনে। মুখ্য চরিত্রে সুমেহেরা নামের এক ফ্যাশন মডেল ও পবন নামের এক বর্ষীয়ান চিত্রগ্রাহক। এরপর দেখা যাবে যে পরিস্থিতির শিকার গোটা সমাজ যাদের জীবনে হাজির হয় ভার্চুয়াল রাক্ষসেরা। এদের তৈরি করেছে AI, এবং এদের শিকার গোটা শহর।&nbsp;</p> <p>&nbsp;</p> <blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% - 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/reel/C6gbhSlsMPS/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14"> <div style="padding: 16px;"> <div style="display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">&nbsp;</div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">&nbsp;</div> <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">&nbsp;</div> </div> </div> <div style="padding: 19% 0;">&nbsp;</div> <div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;">&nbsp;</div> <div style="padding-top: 8px;"> <div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div> </div> <div style="padding: 12.5% 0;">&nbsp;</div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"> <div> <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">&nbsp;</div> <div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">&nbsp;</div> <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">&nbsp;</div> </div> <div style="margin-left: 8px;"> <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">&nbsp;</div> <div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);">&nbsp;</div> </div> <div style="margin-left: auto;"> <div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">&nbsp;</div> <div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">&nbsp;</div> <div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">&nbsp;</div> </div> </div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">&nbsp;</div> <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">&nbsp;</div> </div> <p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" href="https://www.instagram.com/reel/C6gbhSlsMPS/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Priyanka Sarkar (@priyankasarkarz)</a></p> </div> </blockquote> <p> <script src="//www.instagram.com/embed.js" async=""></script> </p> <p>চিত্রগ্রাহক পবনের চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা শারিব হাশমিকে। তাঁর একটি ভিডিও পার্লার আছে, থাকেন বস্তিতে। ধীরে ধীরে তিনিও এই কৃত্রিম বুদ্ধিমত্তার জালে জড়িয়ে পড়েন। শেষে তাঁকে বদলা নিতে দেখা যায়। সুমেহেরার চরিত্রে দেখা যাবে বাঙালি অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকারকে। সাফল্যের শিখড়ে পৌঁছতে একাধিক চড়াই উতরাই পেরিয়ে আসা প্রথম সারির মডেল। তাঁর সাফল্যের সফরে প্রযুক্তির ব্যবহারও দেখা যাবে ছবিতে। অপেক্ষার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ঊষা বন্দ্যোপাধ্যায়কে। তথ্যচিত্র ঘরানার চিত্রগ্রাহক, যার ফলে সমাজের পতন শুরু হয়। AI-তে কারচুপি করে সমাজরে ধ্বংসের মুখে ঠেলে দেয় সে। ছবির পরিচালক অনীক চৌধুরী, যিনি একাধিক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।&nbsp;</p> <p>আরও পড়ুন: <a title="Cannes 2024: শুরু হচ্ছে '৭৭তম কান চলচ্চিত্র উৎসব'! কবে, কোথায়, কখন হবে অনুষ্ঠান?" href="https://bengali.abplive.com/entertainment/cannes-film-festival-2024-when-schedule-venue-where-to-watch-everything-you-need-to-know-1066211" target="_blank" rel="noopener">Cannes 2024: শুরু হচ্ছে '৭৭তম কান চলচ্চিত্র উৎসব'! কবে, কোথায়, কখন হবে অনুষ্ঠান?</a></p> <p>ছবি মুক্তি পাবে দেশজুড়ে। এই ছবির শ্যুটিং হয়েছে কলকাতায়।&nbsp;</p> <p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1715403632317000&amp;usg=AOvVaw3ob8VAwAh1VLq6WAA90Wa3">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></strong></p>